সিলেটশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এদারার বিরোধ নিষ্পত্তির বৈঠক, উভয়পক্ষের সম্মতি সাক্ষর

Ruhul Amin
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদ্বারায়ে তা’লিম বাংলাদেশ এর কাউন্সিল নিয়ে সৃষ্টজটিলতা নিরসনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কয়েকজনের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক সাময়িক মতানৈক্য দূর হয়েছে মর্মে ঘোষণাপত্রে সাক্ষর করেছেন সদরে এদারা মাওলানা জিয়াউদ্দীন সাহেব ও মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী সাহেব।
জানাগেছে, গত বুধবার (২২ সেপ্টেম্বর) সিলেট নগরীর শিবগঞ্জস্থ একটি বাসায় কয়েক ঘন্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। দারুস সালাম মাদ্রাসার মুহতামিম ও সিলেট বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, আযাদ দ্বীনি এদ্বারা বোর্ডের অধীনে পরিচালিত শেরপুর মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা শায়খ ওলিউর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মতানৈক্য দূর হয়।
বিরোধ নিষ্পত্তির বৈঠকে উপস্থিত ছিলেন,
১/হজরত মাওলানা জিয়া উদ্দিন সাহেব,
সভাপতি, আযাদ দ্বীনি এদ্বারা।
২/মাওলানা আব্দুল বছির সাহেব
মহাসচিব, আযাদ দ্বীনি এদ্বারা।
৩/মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি সাহেব।
নাজিমে ইমতেহান, আযাদ দ্বীনি এদ্বারা।
৪/মাওলানা আব্দুল হান্নান সাহেব গণেশ পুরী
সদস্য, আযাদ দ্বীনি এদ্বারা।
৫/ হাফিজ মাওলানা মুহসিন আহমদ সাহেব
নায়েবে নাজিমে এদ্বারা
৬/মাওলানা এনামুল হক সাহেব
নায়েবে নাজিমে এদ্বারা।
৭/মাওলানা মুস্তাক আহমদ খান
মুহতামিম ধনুকান্দি মাদ্রাসা।
৮/মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেব
৯/মাওলানা শাহ মমশাদ আহমদ সাহেব
১০/আলহাজ আব্দুল কাইয়ুম কামাল সাহেব
১১/আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ আলী সাহেব।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করেঃ-
সিদ্ধান্ত নং ১:- হজরত মাওলানা শায়েখ আব্দুস সোবহান মুহতামিম জাউয়া মাদ্রাসা কে এদ্বারার সহ সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।
সিদ্ধান্ত নং ২ঃ- এদ্বারার প্রকাশনা বিভাগের নাযিম মাওলানা তৈয়বুর রহমান এর স্থলে মাওলানা মুশতাক আহমদ খান সাহেবকে নিয়োগ করা হলো।
সিদ্ধান্ত নং ৩ঃ-এদ্বারার নাযিমে তানযিম হিসেবে হাফিজ মাওলানা আহমদ কবির কে নিয়োগ করা হলো।
সিদ্ধান্ত নং ৪ঃ- দিরাই উপজেলার মাদ্রাসা হতে একজন শুরা সদস্য নিয়োগ করার সিদ্ধান্ত হলো। এদারার
পরবর্তী আমেলায় এই বিষয়গুলো আলোচনা করে অনুমোদন নিয়ে কার্যকর করার কথা রয়েছে।
আপাতত বিরোধ নিষ্পত্তি হয়েছে মর্মে এদারার পেজ থেকে সংবাদ পরিবেশনের ও সিদ্ধা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, এর আগে বিভি পত্রপত্রিকায় এদারা নিয়ে উভয় পক্ষের বক্তব্য প্রকাশিত হওয়ায় জনমনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। ফেসবুকে উভয়পক্ষের অনুসারীরা একে অন্যের বিরুদ্ধে নানা কথা বার্তায় লেখালেখির প্রেক্ষিতে তরুণ কয়েকজন আলেমের আহবানে হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা মুশাহিদ দয়ামিরী, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করেন।