সিলেটসোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত ২ আহত ৫

Ruhul Amin
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

জৈন্তাপুরে ট্রাক সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫জন আহত। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট তামাবিল মহা সড়কের দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় এ ঘটনাটি ঘটে।

এসময় গুরুতর আহত অবস্থায় শফর আলী (৬০) নামের একজনকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফর আলী জৈন্তাপুর উপজেলার হরনিক এলাকার মৃত শওকত আলীর পুত্র। একই ঘটনায় আব্দুল গফফার নামে আরেক পরিবহণ শ্রমিক নেতা নিহত হয়েছেন। তিনি বাস-মিনিবাস চালক সমিতি (রেজি নং বি-১৪১৮) চিকনাগুল উপ-কমিটির সভাপতি পদপ্রার্থী ও চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা।

প্রতক্ষদর্শী সূ্ত্রে জানা যায়, সিলেট তামাবিল মহা সড়কের দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় জাফলং থেকে ছেড়ে যাওয়া পাথর বোঝাই ট্রাক চিকনাগুল থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সার মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে ১জন নিহত হন। আহত হয়েছেন আরো ৩জন৷ আহতদের গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷

এদিকে ঘটনার সুষ্ট বিচার ঘাতক ট্রাক চালককে আটকের দাবিতে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন ৷ এসময় মহাসড়কে নাম্বার বিহীন টোকন চালিত সিএনজি অটো রিক্সা চলাচল বন্ধের দাবী জানান৷ সড়ক অবরোধের কারনে রাস্তার উভয় পাশে যাত্রীবাহি বাস মাইক্রোবাস সিএনজি যাত্রীরা দূর্ভোগে পড়ে ৷  ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ জানান, সড়ক দূর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে।