সিলেটবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট, ১ বছর জামিনে ঝুমন দাশ

Ruhul Amin
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট

:হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ মাস কারাবন্দী থাকার পর আলোচিত ঝুমন দাশ আপন মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে সুনামগঞ্জ জেলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন ঝুমন। তার আইনজীবী দেবাংশু শেখর দাশ এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় কারাফটকে দাঁড়িয়ে ছিলেন ঝুমন দাসের মা নিভা রানী দাস। কারাফটক থেকে বেরিয়েই মাকে প্রণাম ও আলিঙ্গন করে বুকে তুলে নেন ঝুমন।

ঝুমনের বেরিয়ে আসা ব্যাপারে তার মা নীভা রানী দাস বলেন, ‌’ভগবানের দোয়ায় ছেলেরে বুকের মাঝে ফিরত ফাইছি, হে আর কোন সময় এমন কাজ করতো না আমরা তারে দেখিয়া রাখমু। আপনারা সবাইকে ধন্যবাদ আপনারাও আমার ছেলেকে ছড়াতে অনেক কষ্ট করেছেন।’

এর আগে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গত ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লার যুবক ঝুমন দাস। পর দিন ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর দিন সকালে ঝুমনের গ্রাম নোয়াওগাঁওয়ে হামলা চালায় হাজারও সশস্ত্র লোক। তারা ভাঙচুর করে ওই গ্রামের প্রায় ৯০টি হিন্দু বাড়ি। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলাগুলোতে গ্রেপ্তার সবাই আগে জামিন পেলেও আজ জামিন পান ঝুমন দাস।

ঝুমনের আইনজীবী দেবাংশু শেখর দাশ বলেন, জামিনের কাগজপত্র সব ঠিকঠাক করে কারাগারে পাঠানোর পর সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়, সে আগামি ১ বছর জামিনে থাকবে।