সিলেটবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তথ্য অধিকার দিবস উপলক্ষে সিলেটে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

Ruhul Amin
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

জনগণের উপর প্রয়োগ করার জন্য আইনের অভাব নেই। কিন্তু একমাত্র তথ্য
অধিকার আইনই জনগণ প্রয়োগ করতে পারেন। অথচ নানা কারণে এ
আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। তাই সরকারের স্বদিচ্ছা পারে তথ্য
অধিকার আইনের সঠিক বাস্তবায়ন করতে। তথ্য অধিকার আইনের
প্রয়োগের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হয়। এতে একটি দেশের
উন্নয়ন ত্বরান্বিত হয়। বুধবার দুপুরে সিলেট নগরীর একটি কনফারেন্স
হলে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব
কথা বলেন।
সুজন- সুশাসনের জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রজেক্ট এর যৌথ
উদ্যোগে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তথ্য অধিকার
দিবসের এ আলোচনা সভায় সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ
চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম)
বিএম আশরাফ উল্যাহ তাহের, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ
সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান, প্রথম আলোর নিজম্ব প্রতিবেদক উজ্জ্বল
মেহেদী, দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম,
যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, একাত্তর
টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, সিলেট সিটি
কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
সুজন- সুশাসনের জন্য নাগরিক, সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক
মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় তথ্য অধিকার আইন নিয়ে
মূল বক্তব্য উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ট্রেনিং অফিসার সোহেল
রানা।
পরে মুক্ত আলোচনায় তথ্য অধিকার আইনের সুবিধার বিষয়গুলো উল্লেখ
করে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন দফতরের হয়রানির কথাও উল্লেখ করেন
সাংবাদিকরা। একই সাথে সকল দফতরে যাতে একজন তথ্য কর্মকর্তা
এবং আপিল কর্মকর্তা নিয়োগ করা হয় সে মর্মে তথ্য কমিশনকে
কাজ করতে পরামর্শ দেন। এছাড়া ব্যাপক প্রচারের মাধ্যমে তথ্য অধিকার
আইনটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।