সিলেটশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুই মন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত দুবাইয়ে কর্মরত বাংলাদেশী শ্রমিকরা

Ruhul Amin
অক্টোবর ১, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত বাংলাদেশী কর্মীদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মত বিনিময় করেছেন। এ সময় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি সাথে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে মন্ত্রীদ্বয় দুবাইতে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান আল ওয়াফা গ্রুপ এবং পারফিউম প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান আল হারামাইন গ্রুপ অব কোম্পানি, আজমান পরিদর্শন করেন।

এ সময় তারা বাংলাদেশী কর্মীদের সার্বিক খোঁজ খবর নেন এবং সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সে বিষয়টি জানার চেষ্টা করেন।

মন্ত্রীদের কাছে পেয়ে বাংলাদেশী কর্মীরা খুশিতে আপ্লুত হয়ে পড়েন। এরপর তারা তাদের বর্তমান অবস্থা তুলে ধরে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সমস্যাসমূহ সমাধানের অনুরোধ জানায়। মন্ত্রীদ্বয় কর্মীদের কথা মনোযোগ দিয়ে  শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সরকারি সুযোগ সুবিধা প্রদানের সুবিধার্থে সকল প্রবাসী বাংলাদেশী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণপূর্বক সকল প্রকার সরকারী সেবার অংশীদার হওয়া এবং বৈধ পত্রে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর এ আহবানে সাড়া দিয়ে আল ওয়াফা গ্রুপ ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যানরা কোম্পানীর নিজস্ব খরচে তাদের কোম্পানীতে কর্মরত কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের ব্যবস্থা এবং তাদের কর্মীগণকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।

এছাড়াও মন্ত্রী ইমরান আহমদ এমপি জানান, ভবিষ্যতে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রণোদনার পরিমাণ বৃদ্ধিতে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম শফিকুজ্জামান,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান, দুবাই কনসাল জেনারেল বিএম জানাল হোসাইন, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান, প্রথম সচিব(শ্রম) মনোয়ার হোসেন প্রমুখ।