সিলেটশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কবি তাজ মরমী কবি কামরুন নাহার চৌধুরি শেফালি

Ruhul Amin
অক্টোবর ৯, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম. ফারুক আহমেদ
কবি মরমি সাম্রাজ্য ঐতিহ্য বাহী শাহজালাল রহঃ পুন্য ভূমি সিলেটের গোলাপগন্জ উপজেলার পশ্চিম বারকোটে জন্মগ্রহণ কারী ‘সিলেটের গোলাপ ফুল’ নামে খ্যাত মরমি কবি তাজ কামরুন নাহার চৌধুরি শেফালি।
তিনি এক কন্যা সন্তানের জননী হিসাবে তার রচনাশৈলিতে মরমি জগতকে আলোকিত করে রেখেছে।
তার লেখা গ্রন্হসমুহ * ভালোবাসার নহর, * সিলেটি ভাষার লোক সাহিত্য, * ডাকের কথা * সিলটি সিল্লক * খনার বচন * অংক ধাঁধা * ধাঁধা হেয়ালি * নানা খেলায় নানা ছড়া, * মাতৃত্বের বকুনি * সিলেটি পুথিঁ নামা, * স্বনির্ভর বাংলাদেশ * হৃদ নগরে খুঁজো * উচ্চল ঝর্না ধারা *মায়াবি সুরের ঝঙ্কার * জোৎস্না রুপালি সৈকতে * শুন্যতার মতো সুন্দর সময়ের ছায়া * শুকতারা র বেদনা *
তাছাড়া তিনি নিজ অর্থায়নে মসজিদসহ দ্বীন ভিখারির ঘর করে দিয়েছেন।
তার পুত্র সন্তান নেই। কতই কষ্টের দিনগুলো নিয়েই কাটিয়েছেন।