সিলেটশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২৫ ডিসেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল

Ruhul Amin
অক্টোবর ৯, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল অধিবেশন আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ ৯ অক্টোবর ২০২১ পল্টনস্হ দলীয় কার্যালয়ে মজলিশে আমেলার অধিবেশনে এই সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূইয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মুফাক্কিরে ইসলাম মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আব্দুল বাছির, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওঃতাফাজ্জুল হক আজীজ, মাওঃমুহাম্মাদুল্লাহ জামী,সহকারী মহাসচিব মুফতি মাসউদুল করীম, মাওঃখলিলুর রহমান, মাওঃ জামিল আহমদ আনসারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শায়খ মাহবুবুল্লাহ, মাওঃবশীর আহমদ, মুফতি আফযাল হুসাইন রাহমানী, মাওঃআব্দুর রহমান সিদ্দিকী, মাওঃশাহজালাল,মুফতি নাসিরুদ্দিন খান, অর্থ সম্পাদক মুফতি জাকির হুসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওঃজয়নুল আবেদীন, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওঃলোকমান মাজহারী,মাওঃ আব্দুল জলিল ইউসুফী দফতর সম্পাদক আব্দুল গাফফার ছয়ঘরী,যুব বিষয়ক সম্পাদক মাওলানা তাফহীমুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা এখলাসুর রহমান,কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী মানিকনগর, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা হামেদ জহিরী, মাওলানা আনওয়ার, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা আবদুর রহীম, মাওলানা শরীফ মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আবদুল আজীজ ফারুকী, মাওলানা হাফিজ ফখরুজ্জামান, মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা এবাদুর রহমান, মুফতী জাবের কাসেমী, মাওলানা আমীনুল ইসলাম মিলন, মাওলানা সিদ্দিকুর রহমান তুফায়েল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেছেন ভোটার জনতার আস্থা অর্জন করতে পারে এমন একটা নির্বাচন কমিশন গঠন করা অতীব জরুরী, কারণ প্রশ্নবিদ্ধ কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ জনগণের নেই। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে যে কোন বিতর্কের উর্ধ্বে রাখা জনসাধারণের প্রাণের দাবি। তাই সরকারকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে।

জমিয়ত নেতৃবৃন্দ কারাবন্দী আলেমদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ারও জোর দাবি জানিয়েছেন। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করে তারা বলেছেন এমনিতেই করোনা মহামারির প্রভাবে মানুষ দিশেহারা,এখন যদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায় তাহলে তারা বাঁচবে কি ভাবে? স্বাভাবিক কারণে সরকারকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫শে ডিসেম্বর দলের কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি কাউন্সিল বাস্তবায়ন কমিটিও গঠিত হয়।