কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্রকরে সিলেটের জকিগন্জে সংঘর্ষ হয়েছে। জানাগেছে,
কালিগঞ্জ বাজারে বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষঃ প্রশাসনের ৪ টি গাড়ী ভাংচুর- উপজেলা ছাত্রলীগের সেক্রেটারীসহ আহত ৩০/৩৫ জন।।
বিক্ষুব্ধ জনতার দফায় দফায় মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত জনতা জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর গাড়ি উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর গাড়ি সহ জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র গাড়ী ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তফা আহমদ ও একাধিক পুলিশ সদস্য সহ অন্তত ৩০/৩৫ জন আহত হয়েছেন।
এদিকে উপজেলার কালিগঞ্জ বাজার, রতনগঞ্জ বাজার, বাবুর বাজার গংগাজল সহ বেশ কয়েকটি বাজারে বুধবার এশার নামাজের পরে বিক্ষোভ মিছিল করে তাওহীদি জনতা।