ডেস্ক রিপোর্ট :

আর আজকে সেটি সম্ভবপর হয়েছে। গত দেড় বছরের প্রচেষ্টায় আজ আমি সার্থক।২০২০ সালের এই করোনাকালীলে আমরা যখন সবাই ঘরবন্দি, তখন থেকেই আমার এই উদ্যোগ শুরু হয়। লেখা শেখাটা তখনই।
আমি কোনো মাদ্রাসার শিক্ষার্থীও ছিলাম না। আমার জীবনের সেরা অর্জন এই হাতে লেখা পবিত্র কোরআন শরীফ। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ তালার দরবারে। তিনি চেয়েছেন বলেই আমার পক্ষে সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লেখা সম্ভব হয়েছে।
আমি চাই আমার হাতে লেখা এই পবিত্র কোরআন শরীফের কিছু কপি করে সেটা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিতে। সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই আমার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, জারিন তাসনিম দিয়ার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।–বাংলা নিউজ