সিলেট ১৫ই মে, ২০২২ ইং | ১লা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬
সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্রগ্রাম মহানগরীর উদ্দোগে মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খাঁন (র) এর জীবন ও কর্মশীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, মুহিউদ্দীন খান একজন সত্যিকারের দেশপ্রেমিক,দ্বীনের বার্তাবাহক হিসেবে আজীবন কাজ করে গেছেন। একজন নায়বে নবীর যর্থাথ প্রতিনিধি হিসেবে ইসলামের বহুবিদ খেদমত আঞ্জাম দিয়েগেছেন। মহানবী (সা) এর সীরাত চর্চায় তার অসাম্য খেদমত জাতি চির দিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর চট্রগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আহবায়ক মাওলানা জাকারিয়া কাসেমী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক,
সিনিয়রযুগ্ম মহাসচিব সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। মহানগর সদস্যসচিব মাওলানা শাব্বীর আহমদের পরিচালনায় অনুষ্টিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাসিক মদীনার বর্তমান সম্পাদক আলহাজ্ব আহমদ বদরুদ্দমীন খান, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, মুফতি নাছির উদ্দীন খান, হাফিজ সৈয়দ সোহাইল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মাওলানা জাকারিয়া কাসেমীকে সভাপতি, মাওলানা শাব্বীর অাহমদকে সেক্রেটারী ও মাওলানা ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট চট্রগ্রাম মহানগরী কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com