সিলেটবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চট্রগ্রামে জমিয়তের স্মরণ সভায়-‘মুহিউদ্দীন খান দ্বীনের সত্যিকারের বার্তাবাহক ছিলেন’

Ruhul Amin
ডিসেম্বর ৮, ২০১৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চট্রগ্রাম মহানগরীর উদ্দোগে মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খাঁন (র) এর জীবন ও কর্মশীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, মুহিউদ্দীন খান একজন সত্যিকারের দেশপ্রেমিক,দ্বীনের বার্তাবাহক হিসেবে আজীবন কাজ করে গেছেন। একজন নায়বে নবীর যর্থাথ প্রতিনিধি হিসেবে ইসলামের বহুবিদ খেদমত আঞ্জাম দিয়েগেছেন। মহানবী (সা) এর সীরাত চর্চায় তার অসাম্য খেদমত জাতি চির দিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর চট্রগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আহবায়ক মাওলানা জাকারিয়া কাসেমী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক,
সিনিয়রযুগ্ম মহাসচিব সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। মহানগর সদস্যসচিব মাওলানা শাব্বীর আহমদের পরিচালনায় অনুষ্টিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাসিক মদীনার বর্তমান সম্পাদক আলহাজ্ব আহমদ বদরুদ্দমীন খান,  মাওলানা আব্দুর রহমান চৌধুরী, মুফতি নাছির উদ্দীন খান, হাফিজ সৈয়দ সোহাইল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মাওলানা জাকারিয়া কাসেমীকে সভাপতি, মাওলানা শাব্বীর অাহমদকে সেক্রেটারী ও মাওলানা ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট  চট্রগ্রাম মহানগরী কমিটি ঘোষণা করা হয়।