সিলেটশনিবার , ২৩ অক্টোবর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে: তুরস্কের রাষ্ট্রদূত

Ruhul Amin
অক্টোবর ২৩, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

এ সময় মোস্তফা ওসমান তুরান বলেন, ‘সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সঙ্গে সিলেটের মিল রয়েছে। সামনের দিনগুলোতে আমরা শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করব। দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইন প্রফেশনাল কর্মশালার জন্য একত্রে কাজ করব।’

শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শাবিপ্রবি বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এ বছর আমরা প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এ ছাড়া প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম, দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য দেশসেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছি।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুশতাক আহমেদ, অধ্যাপক মো. খায়রুল ইসলাম, অধ্যাপক এস এম আবু সায়েম, অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রক্টর মো. আলমগীর কবীর, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।