সিলেটবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রতিহিংস থেকে মুক্তি চান কেন্দুয়ার জুড়াইল গ্রামের সাধারণ মানুষ

Ruhul Amin
অক্টোবর ২৮, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

 

কেন্দুয়া প্রতিনিধি:

রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন থেকে মুক্তি চান কেন্দুয়া উপজেলা নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের সাধারণ মানুষ

জুড়াইল গ্রামে যেন ভারত পাকিস্তান ম্যাচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কোচের দায়িত্ব রয়েছে নেতৃত্ব। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় । এ নিয়ে গ্রামের মানুষের মাঝে পক্ষ পাতিত্ব সৃষ্টি হয় । আসন্ন ইউনিয়ন পরিষদ ভোটকে সামনে একটি কর্মী বাহিনী গড়ে তোলার অপচেষ্ঠা করছে বলে গ্রামবাসীরা অভিযোগ করে । পরবর্তীতে সরকারি খাল,বিল, জমি দখল থেকে শুরু করে সহিংসতা শক্তঅবস্থান নেয়। গ্রামবাসী ও একটি গোত্রের মাঝে মারামারির ধাওয়া -পাল্টা ধাওয়াসহ আহত পক্ষ-বিপক্ষ। থানায় মামলা পাল্টা মামলা একাধিক।
গত ২৩-১০-২০২১ইং জুড়াইল গ্রামের একটি পক্ষ দুপুর দিকে হঠাৎ বাড়িঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়া শুরু করে পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসেন। রাতে কঠোর অবস্থানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রন আসে। একই দিন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত‍্যাশী তাজুল ইসলাম তাজু সন্ধ্যায় জুড়াইল গ্রামে কয়েকটি মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেন এবং ঐ গোত্রের লোকজনের সাথে কথাবার্তা বলেন। ২৫-১০-২১ আবার দুটিপক্ষে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থল আসেন এবং তাজুল ইসলাম তাজু নিজ কর্মীবাহিনী নিয়ে গিয়ে প্রকাশ্য গালিগালাজ করে ও গ্রামে আগুন ধরিয়ে দিবে বলে হুমকি দেয় এ নিয়ে গ্রামের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে পুরো ইউনিয়নে আলোচনা-সমালোচনা চলছে। গ্রামবাসীসহ আশেপাশে এলাকার মানুষ বলছে বিষয়টি দিন দিন বেড়েই চলছে, যেকোন সময় ঘটে যেতে পারে অনাকাঙ্খিত ঘটনা।এর দায়ভার কি রাজনৈতিক নেতৃবৃন্দ নিবেন না জুড়াইল গ্রামে সাধারণ মানুষকে বহন করতে হবে। তবে উপজেলা প্রশাসনসহ অত্র এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গ একসাথে এগিয়ে আসলে বিষয়টি সমাধান সম্ভব বলে মনে করেন গ্রামের সাধারণ মানুষ ।