সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
সিলেট রিপোর্ট : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নারী পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৬ অক্টোবর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ সুমন চক্রবর্তী, এএসআই(নিঃ)/৬৯৬ ভ‚লন চন্দ্র দেব, কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন, কনস্টেবল/৩০৪ আঃ সামাদ, কনস্টেবল/১৩২২ হাবিবুর রহমান এবং কোতয়ালী মডেল থানার সিয়েরা-০১ ও নারী পুলিশদের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে নিয়োজিত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটস্থ বদরুল রেষ্ট হাউজে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ১। মোঃ মন্ডু (৪৮), পিতা- মৃত সুমন মিয়া, সাং- রন্নারচর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, ২। মোঃ কুদ্দুস (৪৭), পিতা- মৃত সাতর আলী, সাং- কোনা সালেশ্বর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, ৩। মনি আক্তার (২৪), পিতা- আকবর মিয়া, সাং- সাতমাথা, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া, ৪। সাথি বেগম (২৫), স্বামী-আব্দুল খালেক, পিতা- মৃত শান্ত মিয়া, সাং- চনগাঁও, থানা- সোনাইমুড়ি, জেলা- নোয়াখালী, ৫। মরিয়ম খাতুন (২৩), পিতা- দবিরুল ইসলাম, সাং- শরীফপুর, ডাক- ন্যাশনাল ইউনিভার্সিটি, থানা- গাজীপুরর সদর, জেলা- গাজীপুর, ৬। স্বপ্না খাতুন (২৪), পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং- মহাজনপুর, থানা- বাগাতিপাড়া, জেলা- নাটোর-গণকে গ্রেফতার করেন। তাদের গ্রেফতারকালে বর্ণিত রেষ্ট হাউজের মালিক মোঃ সুন্দর আলী (৪৫), পিতা- বশির মিয়া, মাতা- মোছা: মনোয়ারা বেগম, সাং- জালালপুর, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার, বর্তমানে সাং- ৬৬ মিতালী, পূর্ব মিরাবাজার, থানা- কোতয়ালী, জেলা-সিলেটসহ আরো ২/৩ জন অজ্ঞাত অপরাধী ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে জানা যায় যে, বদরুল রেষ্ট হাউজ এর মালিক মোঃ সুন্দর আলী (৪৫) দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত হতে উঠতি বয়সী মেয়েদের তাদের রেষ্ট হাউজে নিয়ে আসে এবং পতিতা বৃত্তি/দেহ ব্যবসার কাজে লিপ্ত রাখে।
হোটেলের মালিক ও ধৃত সকল অপরাধীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৮ তারিখ- ২৬/১০/২০২১খ্রিঃ ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১২/১৩ রুজু করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com