সিলেটশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে সংঘর্ষে ৪ পুলিশ নিহত

Ruhul Amin
অক্টোবর ৩০, ২০২১ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রির্পোট:

ইসলামিক দল তেহরিক-ই লাব্বায়িক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির চার পুলিশ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ২৫০ জনের বেশি।

বুধবার পাঞ্জাবের গুরজানওয়ালা জেলায় এই ঘটনা ঘটে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বুজদার এক টুইট বার্তায় বলেন, টিএলপি সদস্যরা গুলি চালালে চার পুলিশ নিহত হয়। এই ঘটনায় পুলিশের ২৫৩ সদস্য আহত হয় বলেও জানান তিনি। ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, টিএলপি অ্যাকটিভিস্টরা এসএমজি, এক-৪৭ রাইফেল দিয়ে গুলি করলে হতাহতের এই ঘটনা ঘটে।

টিএলপি জানিয়েছে, সংঘর্ষে তাদেরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে।

ফ্রান্সে ইসলামবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের জেরে বিক্ষোভ করে আসছিল দলটি। ইসলামাবাদে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানায় তারা। এ নিয়ে সরকারের সঙ্গে এক চুক্তির মেয়াদ শেষ হয়ে এলে এপ্রিলে বড় কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ দেখায় টিএলপি। এর জেরে দলটিকে নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। পুলিশ পাকিস্তানে তেহেরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রধান আল্লামা সাদ হুসাইন রিজভিকে গ্রেফতার করে। এর পর কয়েকটি প্রধান শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে।