সিলেটশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভূমি ক্রয়-বিক্রয়ের ঘোষণা

Ruhul Amin
নভেম্বর ১২, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

এতোদারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, হাফিজ আব্দুস সালাম, পিতা- আব্দুল হক, মাতা- সামসিদা বেগম, সাং-হেমু মাঝপাড়া, ডাকঘর: হরিপুর বাজার, থানা : জৈন্তাপুর, জেলা: সিলেট নিম্ন তপশীল বর্ণিত ভূমি খরিদ করার নিমিত্তে উহার প্রকৃত খরিদ সূত্রে মালিক ও দখলকার
১। হাসান অয়েছ আহমদ, পিতা: আলহাজ্ব ইউসুফ আলী, মাতা মরহুমা কামরুন নেছা, সাকিন: ৪৩/১ জালালাবাদ আ/এ, ডাকঘর: সিলেট ৩১০০, থানা-উপজেলা সিলেট সদর, জেলা সিলেট।

২। মো: নাজির আহমদ, পিতা মরহুম হাজী আর্জমন্দ আলী, স্থায়ী ঠিকানা বাদেপাশা, ডাকঘর: ডেপুটি বাজার, থানা/উপজেলা গোলাপগঞ্জ, জেলা সিলেট, বর্তমান ঠিকানা ৯/এ শহীদ সরওয়ার্দী এভিনিউ বারিধারা ডিপ্রোমেটিক জোন, ঢাকা-১২১২। পক্ষে নিযুক্তীয় পাওয়ার অব অ্যার্টানি।

১। ইশতিয়াক আহমদ সিদ্দিকী,পিতা মরহুম রেদওয়ান আহমদ সিদ্দিকী,মাতা নেহার চৌধুরী, সাকিন: সিদ্দিকী হাউস ইসলামপুর, ডাকঘর: ইসলামপুর, থানা: শাহপরান (রহ). উপজেলা: সিলেট সদর, জেলা সিলেট।

২। আকিকুর রহমান চৌধুরী, পিতা মো: আতাউর রহমান চৌধুরী, মাতা: লুৎফুন নাহার চৌধুরী, সাকিন: চান্দভরাং, ডাকঘর: বাইশঘর ৩১৩০, থানা: বিশ্বনাথ, জেলা সিলেট এর সহিত এক চুক্তিতে আবদ্ধ হইয়াছেন।

নিম্ন তপশীল বর্ণিত ভূমি ক্রয়-বিক্রয়ের ব্যাপারে কাহারো কোন প্রকার ওজর আপত্তি কিংবা স্বত্ব সম্পর্ক দাবী দাওয়া থাকিলে অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে নোটিশে স্বাক্ষরকারীর নিকট উপযুক্ত প্রমানাদিসহ লিখিতভাবে দাবী উত্থাপন করার অনুরোধ করা যাইতেছে। মেয়াদ উক্তীর্ণের পর কোন ধরণের আপত্তি গ্রহনযোগ্য হইবে না।