জামীল বদরুল, লন্ডন থেকে: শায়খ মুফতি সাইফুল ইসলামের শততম বইয়ের মোড়ক উন্মোচন ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর রোজ শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে জামেয়া খাতামুন নাবিয়্যীন ব্রাডফোর্ড এর কনফারেন্স হলে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ কের সভাপতি শায়খুল হাদীস মুফতি সাইফুল ইসলাম সাহেবের শত তম বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে বিশেষ শোকরানা মাহফিল অনুষ্টিত হয়।
ইউকে জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মুফতি সাইফুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দীনের পরিচালনায় শোকরানা মাহফিলে বৃটেনের বিভিন্ন টাউন থেকে ইউরোপ জমিয়ত ও ইউকে জমিয়তের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন কমিউনিটির মানুষের উপস্থিতিতে আলোচকেরা বলেন মুফতি সাইফুল ইসলাম সাহেব একাধারে দাওয়াত ও তাবলীগ, দরস ও তদরিস, তাসাউফের ময়াদান অথবা পুস্তক রচনার মাধ্যমে বৃটেন তথা ইউরোপে বাংলা, উর্দু, আরবি ও ইংলিশ ভাষাভাষী মানুষের কাছে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার এবং ইসলামের সুমহান শান্তির বাণী পৌঁছে দিতে অসামান্য খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আলোচকেরা এসকল কাজের ভুয়সী প্রশংসা করে বলেন মুফতি সাইফুল ইসলাম বৃটিশ বাংলাদেশী কমিউনিটির অহংকার আখ্যা দিয়ে বলেন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর উনার লিখিত পুস্তক সমূহের বহুল প্রচার ও প্রসার কামনা করেন।
এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মুফাক্কীরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী কতৃক জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদীস মুফতি সাইফুল ইসলাম সাহেবের শততম বইয়ের মোড়ক উন্মোচন ও শোকরানা মাহফিল উপলক্ষে বিশেষ বাণী পড়ে শুনান মাওলানা মামনুন মহিউদ্দিন।
ইউকে জমিয়তের পক্ষ থেকে শায়খ মুফতি সাইফুল ইসলাম সাহেবকে উনার শততম বইয়ের প্রকাশনা উপলক্ষে বিশেষ সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।
বৃটেনের শীর্ষ স্থানীয় আলেম উলামাদের উপস্থিতিতে আলোচনায় অংশ গ্রহন করেন
ইউরোপ জমিয়ত উপদেষ্টা শায়খ এখলাছুর রাহমান,শায়খ আব্দুল জলিল, ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি শায়খ আব্দুল আজীজ সিদ্দিকী, সৈয়দ মাওঃ আশরাফ আলী, মাওঃ গোলাম কিবরিয়া, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওলানা মাওসুফ আহমদ, ইউকে জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রাহমান বালাগন্জী, মাওঃ মিফতাহ উদ্দীন, ইউকে জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের সহ সভাপতি মুফতি আজীম উদ্দীন, মুফতি বাহাউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রাহমান, হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, ব্যারিস্টার হাপিজ মাওলানা হাবিবুল্লাহ, মাওঃ আব্দুল কাইয়ুম কামালী, হাফিজ মাওলানা শায়খ সৈয়দ জুনায়েদ আহমদ, শায়খ আব্দুস সালাম, মাওঃ উবায়দুল হক, ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দীন,সহ প্রচার সম্পাদক হাফিজ ওয়ালিদুর রাহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, আলহাজ্ব মঈনুল ইসলাম, নির্বাহী সদস্য মাওঃ আব্দুল মুহিত, মাওঃ আলী হুসাইন, মাওঃ আফরোজ আলী, মাওঃ জুবায়ের আহমদ চৌধুরী, মাওঃ মুশতাক আহমদ, মাওঃ আলমগীর, মাওঃ মাহমদ আলী, মাওঃ নূর আলী, মোহাম্মদ খুরশীদ আহমদ, মাস্টার আব্দুর রউফ, আলহাজ্ব সায়েস্তা মিয়া হাজী আহমদ আলী, হাজী শানু মিয়া প্রমুখ।
সভা শেষে মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ এবং মুফতি সাইফুল ইসলাম সাহেব রচিত কিতাব সমূহের বহুল প্রচার কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইউরোপ জমিয়তের উপদেষ্টা শায়খ মাওঃ এখলাছুর রাহমান সাহেব।