সিলেটশুক্রবার , ৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের পাশে কাজিরবাজার জামেয়া

Ruhul Amin
ডিসেম্বর ৯, ২০১৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বাংলাদেশে আশ্রিত অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে কক্সবাজারস্থ গিয়েছেন প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান প্রতিষ্ঠিত জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেট এর প্রতিনিধিদল। তারা হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ অহমদ শফীর নির্দেশে ত্রাণসামগ্রী, কাপড়চোপড়, নগদ অর্থ অর্থাৎ (জুয়ারিয়া নালা) মাদরাসায় হস্তান্তর করেন। জানাগেছে, সেখান থেকে হেফাজতের ইসলামের নিজ দায়িত্বে, হেফাজতের কক্সবাজার সেক্রেটারি মাওলানা ইয়াসিন সাহেবের নেতৃত্বে রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণসামগ্রী পৌঁছানো হবে।’
.মাওলানা মুসা হাবীব সিলেট রিপোর্টকে জানান, আমরা আমাদের হাতে থাকা ত্রাণসামগ্রী সেখানে অর্থাৎ কক্সবাজারের জুয়ারিয়া নালা মাদরাসায় দিলাম। সাথে সাথে নগদ পাঁচহাজার টাকাও প্রদান করলাম। রোহিঙ্গা মুসলমানদের জন্য। মানবতার তরে। তারপর চলে গেলাম কক্সবাজারের রামু’তে। রোহিঙ্গা কিছু কিছু মুসলমানরা সেখানে এসে জমায়েত হয়েছেন। তাদেরকে দেখতে। আল্লাহ! কী করুণ, হৃদয়বিদারক কাহিনী… কী নির্যাতনের স্টিমরোলার তাদের ওপর দিয়ে বয়ে গেছে, শুনে সহ্য করার মত নয়। চোখের কোণের বিন্দু জল গাল বেয়ে টপকে পড়লো। আহ!
সেখানেও সারিবদ্ধ তাদেরকে নগদ অর্থ দিয়ে আসলাম। কী খুশির বন্যা! তাদের এমন খুশিতে মনে হয় স্বয়ং রাব্বুল আ’লামীন খুশি হয়ে গেছেন।15317932_568106250067055_4957463054098774016_n