সিলেটবুধবার , ৮ ডিসেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে ২২৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ আটক ৩ জন

Ruhul Amin
ডিসেম্বর ৮, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

গোয়াইনঘাটে পুলিশের হাতে ২২৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে উপজেলার রস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকা থেকে মাদকসহ ৩ মাদককারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার পীরের বাজার লামা ইস্ত্রি গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র জসিম উদ্দিন (২৩), শহরতলীর জালালাবাদ থানার ফতেহপুর লামাকাজি এলাকার মৃত আফতার আলীর পুত্র ফরহাদ আলী (২৪), জালালাবাদ থানার আখালিয়া নেহারীপাড়া এলাকার জামাল মিয়ার পুত্র আব্দুল্লাহ (২৩)।

জানা গেছে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনা এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব’র নেতৃত্বে এসআই অনুজ কুমার রায়, এসআই মাসুম আলম ও এএসআই দিবাসসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১লক্ষ ১২ হাজার টাকা মুল্যের ২২৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ ব্যাপারে এসআই অনুজ কুমার রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ৫ডিসেম্বর রোববার সকালে ধৃতদের আদালতের মাধ্যেম জেল হাজতে প্রেরণ করা হয়। জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব  জানান, সিলেটের  পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সার্বিক দিক নির্দেশনায় মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে টিম গোয়াইনঘাটের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।