সিলেট ২৩শে জুন, ২০২২ ইং | ৯ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১
সিলেট রিপোর্ট : ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর(হরিপুর)ইউনিয়ন শাখার উদ্যোগে ১৭ ডিসেম্বর স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারি যুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ,জমিয়তের কেন্দ্রী্য় সহ-সভাপতি,এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। বিশেষত জমিয়তের নেতৃবৃন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত সশস্ত্র যুদ্ধ করেছেন। জমিয়তকে মায়নাস করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয়। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক সংগঠনের নিবন্ধন বাতিল করলেও তার সংগঠন আওয়ামীলীগ এবং জমিয়তের নিবন্ধন বাতিল করেননি।
অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধে উলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা’ করেন,সিলেট জেলা জমিয়তের ছাত্রবিষয়ক সম্পাদক মাও.জফির উদ্দীন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাও.লুকমান হাকিম, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি হা,জামাল উদ্দীন,সেক্রেটারি মাও.জাকারিয়া আহমদ, যুবনেতা মাসুম আল মাহদী, জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাও.জুনাইদ আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের পাঠাগার সম্পাদক ফয়সল আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সেলিম আহমদ,রায়হান আহমদ,সুফিয়ান আহমদ প্রমূখ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–
উপজেলা জমিয়তের সভাপতি মাও.কুতুব উদ্দিন,সহ-সভাপতি শাইখুল হাদীস মুফতী মঈনুদ্দিন, ইউ/পি জমিয়তের সেক্রেটারি মাও.ইবরাহিম আলী, ৫নং ফতেপুর ইউ/পির চেয়ারম্যান আব্দুর রশিদ,নবনির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদ, হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফয়জুল হক স্যার এবং ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৯ ইউ/পি সদস্য।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com