সিলেট ১৬ই আগস্ট, ২০২২ ইং | ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১
রুহুল আমীন নগরী:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ঐতিহ্যবাহী সৈয়দপুর নিবাসী মাওলানা সৈয়দ মুস্তাকিম আলী (র) এর ছোট ভাই, লন্ডন প্রবাসী হাফিজ সৈয়দ সুলায়মান আহমদ আর নেই। ব্রেইন-স্ট্রোক করে সান্দারল্যান্ড শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গতরাত (২১ ডিসেম্বর) বাংলাদেশ সময় ৪:০৫ মিনিট এর সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
১৯৯৪-৯৬ সময়ে সৈয়দপুর দারুল হাদীস মাদরাসায় অধ্যয়নের সুবাদে মরহুম এবং তাঁদের পরিবারের সাথে পরিচয়। উনাদের বাড়ীতে জমিয়তের অনেক মিটিংয়ে শরিক হয়েছি। সুলাইমান ভাই কয়েক বছর আগে সর্বশেষ যখন দেশে এসেছিলেন তখনো মাদানী দস্তার খানার মেহমান হয়েছিলাম। আমাদের নগর মাদানিয়া মাদরাসার একজন খয়েরখা ছিলেন তিনি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com