সিলেটরবিবার , ২ জানুয়ারি ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জে ‘অগ্নিবীণা সাহিত্য সংসদ’র বিশেষ ম্যাগাজিন র মোড়ক উন্মোচন

Ruhul Amin
জানুয়ারি ২, ২০২২ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোহনগঞ্জ প্রতিনিধি : বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে ‘অগ্নিবীণা সাহিত্য সংসদ’র বিশেষ ম্যাগাজিন ‘অরুণোদয়’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাহাম গ্রামে অবস্থিত শৈলজারঞ্জন সাংস্কৃতিক একাডেমিতে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি অগ্নিবীণা সাহিত্য সংসদের প্রথম প্রকাশনা। পরে উপজেলার ডিঙাপোতা হাওর পাড়ের আখৈলখলা হিজল বাগানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কবি ও গীতিকার রইস মনরম, বীর মুক্তিযোদ্ধা সাহিত্যমনা শামসুল হক মাহবুব। এছাড়া অগ্নিবীণা সাহিত্য সংসদের উপদেষ্টা মো সাজ্জাদুল হক, উপদেষ্টা কবি এস এম ছালেক হায়দার, মো. মোবারুল হক টিটু, অগ্নিবীণা সাহিত্য সংসদের সভাপতি আল মামুন চৌধুরী, সহ—সভাপতি, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসাইন, সাইফুল আরিফ জুয়েল, সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল মুলকী, সাহিত্য সম্পাদক মুহাম্মদ আবু ছালেক, সহ— সাহিত্য সম্পাদক ফিরোজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম মেহের, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফুল ইসলাম পিয়াস, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ, সম্মানিত সদস্য রীমি ফেরদৌসী, আব্দুল খালেক শিকদার, লিমা খান, শাম্মী খান, তারেক জিকেল, আশফাকুর রহমান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোঃ নাজমুল ও ফারুক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিজয়ের কবিতা নিয়ে অগ্নিবীণা সাহিত্য সংসদের এই প্রকাশনা সত্যিই প্রশংসনীয়। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে এভাবেই সাহিত্য সংস্কৃতির মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। সংগঠনের সহ—সভাপতি সাইফুল আরিফ জুয়েল বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমাদের পথ এই চলা। বিভিন্ন দিবস উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন প্রকাশনার কার্যক্রম অব্যাহত থাকবে।

নুর মোহাম্মদ আাকাশের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।