সিলেটবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচন: ধর্মপাশায় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিতের অভিযোগ

Ruhul Amin
জানুয়ারি ৫, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলামকে (৫০) লাঞ্ছিতের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর এজেন্ট ছাত্রলীগ কর্মী আনিসুল ইসলামের (২৪) বিরুদ্ধে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা যায়, নৌকার মনোনীত প্রার্থী আজিম মাহমুদের এজেন্ট ছাত্রলীগ কর্মী আনিসুল ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে ভোটারদের নানাভাবে বিরক্ত করছিলেন। এতে কেন্দ্রের ভেতরে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আখলাকুর রহমান প্রতিবাদ করলে তর্ক জড়ান আনিসুল। এক পর্যায়ে তাকে মারধর করেন। পরে স্কুলে থাকা প্রিসাইটিং অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংসা করে দেন।

পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলাম বলেন, সারা জীবন সৎভাবে চাকরি করলাম, শেষ বয়সে এক যুবক এত মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করল। এটা আসলে খুব লজ্জাজনক।

গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রিসাইটিং অফিসার দেবব্রত চক্রবর্তী বলেন, নৌকার এজেন্ট ও দায়িত্বরত পুলিশের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, আমি তাৎক্ষণিক বিষয়টি মিমাংসা করে দিয়েছি।