সিলেট ১৬ই আগস্ট, ২০২২ ইং | ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২
সিলেট রিপোর্ট :
ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারি শুক্রবার রাজধানীর কাওলা শামসুল উলুম মাদরাসা মিলনায়তনে এ কাউন্সিল সম্পন্ন হয়।
ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের আহবায়ক ইয়াকুব কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আজিজ এর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মতিউর রহমান গাজিপুরি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইখলাছুর রহমান রিয়াদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর ও সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে রফিকুল ইসলামকে সভাপতি, আব্দুল আজিজ কে সাধারণ সম্পাদক ও আশরাফ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্র জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি ইখলাছুর রহমান রিয়াদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com