সিলেটসোমবার , ১৭ জানুয়ারি ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১ বছরে যৌন হয়রানির শিকার ৮১ শিশুর আত্মহত্যা

Ruhul Amin
জানুয়ারি ১৭, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে বাংলাদেশের ৮১ শিশু। সোমবার আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।
আসক জানায়, আত্মহত্যা করা শিশুদের মধ্যে ৮ জনের বয়স ৭ থেকে ১২ বছর। ৬৬ শিশু ১৩ থেকে ১৮ বছরের। বাকিদের বয়স সুনির্দিষ্টভাবে জানা না গেলেও তা ১৮ বছরের কম। তবে মামলা হয়েছে মাত্র ১৯ জনের মৃত্যুর ঘটনায়।
দেশের বিভিন্ন পত্রিকার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারী থেকে ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কারণে মোট ৫৯৬ জন শিশু মারা গেছে। এসব ঘটনায়, মোট ২৩৫টি মামলা হয়েছে।
নিহত শিশুদের মধ্যে ৩১ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১১২ শিশু গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনে মারা গেছে ১২৭ জন শিশু।
আসকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত শিশুদের মধ্যে ১৭ জনকে এসিড ছুঁড়ে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর উদ্ধার হয়েছে ১২৪ জন শিশুর মরদেহ।