সিলেটরবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এইচ এসসিতে সিলেটে ছেলেদের চেয়ে ভালো ফলাফল করেছে মেয়েরা

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

এইচএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে এবার ৯৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন। বোর্ডের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা।

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় মোট ৬৬ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। এবারও পরীক্ষায় ছেলেদের চেয়ে ভালো ফলাফল করেছে মেয়েরা।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সবাইকে অটোপাস ঘোষনা করা হয়। তবে এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হয়েছে। সবদিকেই ফল ভাল হয়েছে। ফলাফল সন্তোষজনক।’

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় মধ্যে সিলেটে ৯৫ দশমিক ৮০, হবিগঞ্জে ৯৪ দশমিক ৮১, মৌলভীবাজারে ৯৩ দশমিক ২২ ও সুনামগঞ্জে ৯৪ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছরের মতো এবারো ছেলেদের ছেয়ে মেয়েরা ভাল ফল করছে। ৩০ হাজার ২১৬ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৩০৬ জন। অন্যদিকে ৩৬ হাজার ৪৪৫ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৪ হাজার ৮৮৭ জন। ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৬৮ শতাংশ আর মেয়েরা পাস করেছে ৯৫ দশমিক ৭৩ শতাংশ।

সিলেটে বোর্ডে এবার মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভাল ফল করেছে। মানবিক বিভাগে ৯৬ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৯২ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯০ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
পাসের হারের দিকে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভাল ফল করলেও জিপিএ-৫ বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মোট জিপিএ-৫ পাওয়া ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পেয়েছে ২ হাজার ৫৩৮টি জিপিএ-৫। আর মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৯৩ জন।

শতভাগ পাস ৫৩ কলেজে , কেউ পাশ করেনি এমন কলেজ শুন্য। সিলেট শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেয়া ২৯৯ টি কলেজের মধ্যে ৫৩ টি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। আর কেউ উত্তীর্ণ হতে পারেননি এমন প্রতিষ্ঠান নেই সিলেট শিক্ষাবোর্ডে।
ফলাফল বিশ্লেষনে দেখা গেছে, মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৭৩১ জন। এছাড়া এ গ্রেডে ২০ হাজার ৭৩৮ জন, এ মাইনাস গ্রেডে ১৮ হাজার ৯৩ জন, বি গ্রেডে ১২ হাজার ৭৮৯ জন, সি গ্রেডে ৬ হাজার ৫৬৮ জন ও ডি গ্রেডে ২৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।