সিলেটরবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাহিত্য পরিষদ সৈয়পুর এর সাধারন জ্ঞান ও কেরাত প্রতিযোগিতার পুরুষ্কার অনুষ্ঠান সম্পন্ন

Ruhul Amin
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 

আবুল হাসনাত শিহাব: সাহিত্য পরিষদ সৈয়দপুর’র বার্ষিক মুখ পত্র সাহিত্য পয়গাম ৩য় সংখ্যা ২০২২ এর মোড়ক উন্মোচন উপলক্ষ্যে কেরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঐতিহ্যবাহী সৈয়দপুর এর সাহিত্য পরিষদ সৈয়দপুর জগন্নাথপুর,সুনামগঞ্জ এর উদ্যোগে

সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান অদ্য ১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় সৈয়দপুর বাজার চৌধুরীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি সৈয়দ শামিম আহমদের সভাপতিত্বে পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আমিনুল ইসলাম রাজু ও হাফিয সৈয়দ হাবিব ছালেহ এর উপস্থাপনায়
প্রধান বিচারকের দায়িত্বপালন করেন সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার সম্মানিত মুহতামিম হাফিয মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম।
সহকারী বিচারক ছিলেন :
কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ বোর্ড এর সহ-সভাপতি ক্বারী মাওলানা আসাদুজ্জামান আসাদ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
যুক্তরাজ্য সান্ডারল্যান্ড মসজিদের ইমাম, হাফিয শায়খ ইমামুদ্দিন।
সুনামগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা তাফাজ্জল হক আজিজ।
চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আবু আলী।
সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন এর সেক্রেটারি জনাব রফিকুল হক (ধলা)
জামিয়া সৈয়দপুরের নাযিমে তা’লিমাত মাওলানা সৈয়দ মছরুর কাসেমি।
সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন এর ভাইস চেয়ার জনাব আবু জাফর মিছবাহ
সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন এর ভাইস চেয়ার জনাব মাওলানা সিরাজুল ইসলাম।
জামিয়া সৈয়দপুরের উস্তায হাফিয মাওলানা শায়খ আলী আহমদ।
সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন এর ভাইস চেয়ার জনাব শহিদ হায়দার।
সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন এর ভাইস চেয়ার জনাব সৈয়দ জিল্লুল হক।
সাহিত্য পরিষদের উপদেষ্টা মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, বিশিষ্ট কবি সৈয়দ শাহনূর আহমদ।
সাহিত্য পরিষদের উপদেষ্টা মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন। ক্বারী মাওলানা দেলওয়ার হোসাইন, কারী মাওলানা ওলিদ আহমদ। সাহিত্যপ্রেমি মাওলানা মতিউর রহমান শাসননবী।
৪নং ওয়ার্ডের মেম্বার জনাব তানভীর মুরাদ, ৩নং ওয়ার্ডের মেম্বার জনাব আলাউর রহমান, ইটালিয়ান প্রবাসী সৈয়দ হাফিজ উদ্দিন। যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হুজায়ফা। দ্বীনি পাঠাগার সৈয়দপুর এর সমন্বয়কারী মাওলানা সৈয়দ মারজান ফিদাউর।
সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য জামিয়া সৈয়দপুরের উস্তায হাফিয মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, মাওলানা সৈয়দ আবিদ আহমদ তাক্বি
শাহ শামসুদ্দিন বালিকা মাদরাসার নাযিম মাওলানা শেখ বিলাল আহমদ, মাওলানা আবিদ আহমদ সরদার, হাফিয মাওলানা আসজদ আহমদ, হাফিয মাওলানা মুমিন আহমদ প্রমুখ।

দিনব্যাপী উপজেলা ভিত্তিক ক্বিরাআত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা শুরু হয়ে বাছাই পর্বে ক্বিরাআতে ৫৯ জন ও সাধারণ জ্ঞানে ১১০ জন প্রতিযোগি অংশ নেন।
তন্মধ্যে ১০ জন প্রতিযোগিদের নিয়ে ক্বিরাআতের
ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রথম স্থান অর্জন করে তাহফিযুল কুরআন সৈয়দপুরের ছাত্র আবু রায়হান, দ্বিতীয় স্থান অর্জন করে জামিয়া সৈয়দপুরের ছাত্র নূরুল আলম, তৃতীয় স্থান অর্জন করে জামিয়া আয়েশা সিদ্দিকা রা. কুড়িহাল এর ছাত্র আরকান আহমদ।

সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে জামিয়া সৈয়দপুরের ছাত্র আশরাফুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করে বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদরাসার ছাত্র আবু হানিফ খান, তৃতীয় স্থান লাভ করে জামিয়া সৈয়দপুরের ছাত্র হা. রুহুল আমিন।

পরিশেষে সভাপতির বক্তব্যে সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডন এর সম্মানিত সভাপতি পীর আহমদ কুতুব সাহেবের এর সুস্থতা কামনা করা হয় এবং অতিথি,শামসিয়া সমিতি, প্রতিযোগী ও উপস্থিত জনতা সহ সবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।