সিলেটমঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আরবিতে ক্বাঈদুল উলামা শায়খে কৌড়িয়া (র) এর জীবনীগ্রন্থপ্রকাশ উপলক্ষে সিলেটে স্মরণ সভা

Ruhul Amin
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

ক্বাঈদুল উলামা,সদরে জমিয়ত ও সদরে এদারা খলিফায়ে মাদানী হাফিজ মাওলানা সৈয়দ আব্দুল করিম শায়খে কৌড়িয়া (র) স্মরণে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর চৌখিদেখিস্থ সৈয়দ নাসির উদ্দীন মেমোরিয়্যাল হামিদিয়া মাদরাসায় স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও আরবি জীবনীগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খে কৌড়িয়া রহ. -এর অন্যতম খলিফা, শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী ও শায়খে কৌড়িয়া রহ. -এর সাহেবযাদা হযরত মাওলানা হাফিয মুহসিন আহমদ।

শায়খে কৌড়িয়ার কর্মময় জীবন নিয়ে তরুণ আলিমে দ্বীন মুফতি সৈয়দ হুসাইন বিন ইমাম উদ্দিন রচিত আরবী জীবনীগ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত উক্ত আলোচনা সভায় দেশবরণ্য উলামায়ে কেরাম ও শায়খে কৌড়িয়া’র খলিফাগণ শায়খ সম্পর্কে স্মৃতিচারনমূলক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা উপস্থাপন করেন।

বক্তারা বলেন, শায়খে কৌড়িয়া রাহ. আজীবন কুরআনের খিদমাত করে গিয়েছেন। তিনি ছিলেন ক্বায়িদুল উলামা বা উলামাদের নেতা। তাঁর আহবানে বাংলাদেশের সব শ্রেণীর উলামায়ে কেরাম স্বতস্ফুর্তভাবে সাড়া দিতেন।

তারা বলেন, শায়খে কৌড়িয়ার জীবনের দর্শন ছিলো প্রচার বিমুখতা। তিনি দুনিয়া বাসির কাছে পরিচিত হওয়ার পরিবর্তে আল্লাহ’র কাছে পরিচিত হওয়ার সাধনা করে গেছেন। তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে আপোষহীন।

বক্তারা বলেন, শায়খে কৌড়িয়া রাহ. সর্বদা ন্যায়ের উপর অটল অবিচল ছিলেন। আল্লাহ তায়ালা তাকে ইলম, আমল, ঈমান এবং ইখলাস দান করেছিলেন। তিনি ছিলেন নমুনায়ে আসলাফ।

তারা আরো বলেন, শায়খ রাহ. জীবনের প্রতিটি কাজ সুন্নাহ মুতাবিক করতেন। তিনি সর্বদা বিনয়ী ও অতিথিপরায়ন ছিলেন। তিনি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ -এর প্রতিষ্ঠাতাদের অন্যতম।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শায়খে কৌড়িয়া রাহ. -এর খলিফা মাওলানা সিদ্দিক আহমদ, জামেয়া শামিমাবাদের মুহতামিম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদের নাইবে মুহতামিম, মাওলানা আরজুমন্দ আলী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবুল হাসান ফয়ছল, হাফিজ সিরাজ উদ্দীন হুসাইনী, দারুল কুরআন সিলেটের শায়খুল হাদিস, মাওলানা এহতেসামুল হক ক্বাসিমী, মাওলানা নাঈম কাসিমি, শায়খুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরী দা. বা. -এর প্রতিনিধি মাওলানা সাইফুল আলম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সৈয়দ নাসির উদ্দীন মেমোরিয়্যাল হামিদিয়া মাদরাসার সভাপতি আলহাজ আনা মিয়া, এডভোকেট শামীম আহমদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফিজ মাওলানা মুহি উদ্দীন, মাওলানা নাযিম মাহমুদ, শায়খে কৌড়িয়া রাহ. -এর নাতি হাফিজ মাওলানা ওবায়দুল হক, হাফিজ মাওলানা আরিফ আহমদ, হাফিজ মাওলানা মারুফ আহমদ, হাফিজ আছরারুল হক প্রমুখ।

পরিশেষে শায়খে কৌড়িয়া রাহ. এর অন্যতম খলিফা শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাসবাড়ী সাহেবের বয়ান ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শায়খে কৌড়িয়া রাহ. -এর খলিফা মাওলানা সিদ্দিক আহমদ, জামেয়া শামিমাবাদের মুহতামিম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদের নাইবে মুহতামিম, মাওলানা আরজুমন্দ আলী, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবুল হাসান ফয়ছল, হাফিজ সিরাজ উদ্দীন হুসাইনী, দারুল কুরআন সিলেটের শায়খুল হাদিস, মাওলানা এহতেসামুল হক ক্বাসিমী, মাওলানা নাঈম কাসিমি, শায়খুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরী দা. বা. -এর প্রতিনিধি মাওলানা সাইফুল আলম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সৈয়দ নাসির উদ্দীন মেমোরিয়্যাল হামিদিয়া মাদরাসার সভাপতি আলহাজ আনা মিয়া, এডভোকেট শামীম আহমদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফিজ মাওলানা মুহি উদ্দীন, মাওলানা নাযিম মাহমুদ, শায়খে কৌড়িয়া রাহ. -এর নাতি হাফিজ মাওলানা ওবায়দুল হক, হাফিজ মাওলানা আরিফ আহমদ, হাফিজ মাওলানা মারুফ আহমদ, হাফিজ আছরারুল হক প্রমুখ।

পরিশেষে শায়খে কৌড়িয়া রাহ. এর অন্যতম খলিফা শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাসবাড়ী সাহেবের বয়ান ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য যে, শায়খে কৌড়িয়া রহ. এর ইন্তেকালের (১মাসের মধ্যে) পরে বাংলাভাষায় সর্বপ্রথম তাঁর জীবনী নিয়ে রুহুল আমীন নগরীর সম্পাদনায় “আস-সিরাজ” বিশেষ বুলেটিন প্রকাশিত হয়েছিলো।