সিলেটশনিবার , ৫ মার্চ ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলার উদ্যোগে বসন্তোৎসব পালন

Ruhul Amin
মার্চ ৫, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঋতুরাজ বসন্ত উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন প্রমোদভ্রমণ ৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের সুরমা ব্রিজে সকাল ৯ টায় জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা শায়খ আব্দুল বাছির সাহেবের উদ্বোধনী নসিহত ও দুয়ার মাধ্যমে দর্শনীয় স্থান হাওর বিলাস,শিমুলবাগান,নীলাদ্রিতে ভ্রমণযাত্রা প্রায় ৭৫ জনের কাফেলা নিয়ে শুরু হয়।

প্রথম স্পট হাওর-বিলাস,এখানে বিশ্বম্ভপুর ছাত্র জমিয়ত কর্মীদের সাথে কৌশল বিনিময়,অতিথি শিল্পী আহমদ উসমান,হাবিবুর রাহমান হাবিব,হাবিবুল্লাহ মিসবাহ এর যৌথ কন্ঠে নাশিদ পরিবেশনা।

দ্বিতীয় স্পট শিমুলবাগান।এক বর্ণাঢ্য অনুষ্ঠান।
জেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা ওবায়দুল হক চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈয়দ হাবিব ছালেহ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনঃজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী,
সাবেক সভাপতি মাওলানা সৈয়দ সালিম কাসিমী,
সাবেক সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন,সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা সৈয়দ সুহাইল আহমদ,
যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেনঃছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা আহমদুল হক উমামা,বিশেষ বক্তার বক্তব্য রাখেনঃছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা মাইনুদ্দীন মানিক।

অনুষ্ঠানে তিনটি গ্রুপে প্রতিযোগিতায় উপজেলা ও জেলা দায়িত্বশীলগণ অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতা পর্ব এক.উপস্থিত সাংগঠনিক বক্তৃতা,
দুই,ঝটপট প্রশ্ন,তিন,সবাই মিলে হাড়িভাঙা।বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান:আস’আদ আহমদ দিরাই,
দ্বিতীয় স্থান:রিয়াজ উদ্দিন তাহিরপুর,তৃতীয় স্থান:
মোহাম্মদ মিয়া দিরাই,ঝটপট প্রশ্ন এতে মোট পাঁচজনকে বিজয়ী করা হয়,ফরিদ উদ্দিন জগন্নাথপুর,
শাকির আলম,দিরাই,তামিম আহমদ তাহিরপুর,উমর ফারুক শিবলী তাহিরপুর,তাহের আহমদ সিলেট।হাড়িভাঙায় মীম সাইফুর ও ইউনুস আহমদ।

প্রোগ্রামে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনঃজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,প্রচার
সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ,জগন্নাথপুর পৌর জমিয়ত সেক্রেটারি মাওলানা মুতিউর রাহমান শাসননবী,ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাবেক নেতা মাওলানা শাহিদ হাতিমী,ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল রাশেদ,যুব জমিয়ত নেতা এরশাদ খান আল হাবিব,ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি জগন্নাথপুর উপজেলা সভাপতি শেখ শামছুল ইসলাম,সহ সভাপতি উমর ফারুক শিবলী,সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহিয়া,সহ সাংগঠনিক সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি
শায়খুল ইসলাম,প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন,প্রশিক্ষণ সম্পাদক আসআদ আহমদ,আলীয়া মাদরাসা সম্পাদক শান্তিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান,সমাজ সেবা সম্পাদক আতিকুর রহমান কামালী,নির্বাহী সদস্য কামরুল হাসান,নির্বাহী সদস্য আফসর উদ্দিন,তাহিরপুর উপজেলা সভাপতি তামীম আহমদ,সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ,দিরাই উপজেলা সভাপতি মুহাম্মদ মিয়া,জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি
তাহের আলী,সুনামগঞ্জ পৌর সেক্রেটারি আল
আমিন রাহাত,দিরাই উপজেলার সহ সভাপতি ইউনুছ আহমেদ দিরাই পৌর সেক্রেটারি খলিলুর রহমান ছাদী পৌর সাংগঠনিক সম্পাদক কয়েছ তালুকদার
জমিয়ত নেতা মাহিবুর রহমান,প্রমুখ।

তৃতীয় স্পট নীলাদ্রি ল্যাক।
জেলা ছাত্র জমিয়তের সাবেক বর্তমানদের মতবিনিময় ও সবাইকে নিয়ে চমৎকার এক সন্ধ্যা টাইম উপভোগ করে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি হয়।