সিলেট রিপোর্ট : দেশের শীর্ষ মুহাক্কিক আলেমদের দুআর মাধ্যমে সম্পন্ন হলো ‘প্রিন্সিপলস অব হাদীস’ গ্রন্থের বাংলা সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
মাকতাবাতুল আযহারের প্রধান বিক্রয়কেন্দ্রে অনুষ্ঠিত এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন,
১. মাওলানা জাফর আহমদ, শায়খুল হাদীস, মালিবাগ জামেয়া
২. মুফতী আব্দুস সালাম, প্রধান মুফতি, ফরিদাবাদ জামেয়া
৩. মাওলানা আরিফ উদ্দীন মারুফ, ইকরা বাংলাদেশ
৪. মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী (মুহতামিম, খুলনা দারুল উলুম)
৫. শায়খ আতীক উল্লাহ (বিশিষ্ট লেখক ও জনপ্রিয় চিন্তক)
৬. শায়খ আবদুল্লাহ আল ফারুক (লব্ধপ্রতিষ্ঠ অনুবাদক ও সম্পাদক)
৭. মাওলানা মামুন আবদুল্লাহ কাসেমী (মুহাদ্দিস, লালমাটিয়া মাদ্রাসা)
৮. মাওলানা আইনুল হক কাসেমী (বিশিষ্ট লেখক)
৯. মাওলানা আফফান বিন শারফুদ্দীন (বিশিষ্ট আলেমে দ্বীন)
১০. মাওলানা বশীরুল্লাহ কাসেমী (মুহাদ্দিস, আফতাবনগর)
১১. মাওলানা আবদুর রহীম গাজীপুরী-সহ প্রায় অর্ধশত উলামায়ে কিরাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাকতাবাতুল আযহারের স্বনামধন্য স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বইটির অনুবাদক ফয়জুল্লাহ আমান।