সিলেট ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২৩শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২
ডেস্ক রিপোর্ট : ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে সিরিয়া থেকে ভাড়াটে যোদ্ধা আনছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইউক্রেনের শহরগুলোতে রাস্তায় রাস্তায় যুদ্ধ করতে গিয়ে চাপে পড়ছে রুশ সেনারা। এ ধরণের যুদ্ধে প্রতিরোধকারী পক্ষ সুবিধাজনক অবস্থানে থাকায়, রুশ সেনারা খুব সুবিধা করতে পারছে না। তাই শহুরে যুদ্ধে দক্ষ সিরিয়ান যোদ্ধাদের নিয়ে আসছে মস্কো। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এমনটাই জানিয়েছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।
এখন পর্যন্ত কতজন সিরিয় যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে রাজি হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। তবে তাদের অনেকেই এরইমধ্যে রাশিয়ায় পৌঁছেছে বলে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে ইউক্রেনে পাঠানো হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com