বৈশাখ বাংলা সনের প্রথম মাস। আজ পহেলা বৈশাখ। হিজরী সনের ভিত্তিতে প্রণীত বাংলা সনের প্রথম দিনটিতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বছরের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ যেন আল্লাহ তাআলা তাঁর দয়া এবং কল্যাণের চাদর দিয়ে আমাদের ঢেকে রাখেন। সব রকমের গুনাহ, পাপাচার থেকে আমাদের রক্ষা করেন। বিশেষত শিরক-সংযুক্তি, ভিন্ন ধর্মীয় আচারের সাদৃশ্য গ্রহণ এবং সাংস্কৃতিক বিপথগামিতার গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তাওফিক দান করেন; আমাদের ক্ষমা করেন।
বঙ্গাব্দের এই প্রথম দিনে বাংলাভাষী সকল মুসলমান এবং সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা তো আল্লাহ তা’আলার বান্দা, তাঁর দাস। বান্দাদের কাজ তার মালিকের দিকে ফিরে আসা; ফিরে ফিরে আসা। এতেই মানুষের মুক্তি ও নাজাত। বছরের প্রথম দিন থেকেই আমরা আসে মঞ্জিল অভিমুখে পথ চলতে শুরু করি।