সিলেটশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের ফরীক্ষায় শামীমাবাদ জামেয়ার ঈর্ষনীয় ফলাফল

Ruhul Amin
এপ্রিল ২৩, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : সিলেটের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদের হিফজ বিভাগের ঈর্ষনীয় ফলাফল করেছে এবারো।
হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন হিফজ শিক্ষাবোর্ড বাংলাদেশ -এ গেলো পরীক্ষায় ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জনেই মুমতাজ (A+) পেয়েছেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ সিলেট রিপোর্টকে জানান,
সিলট জুনে ৩০ পারা গ্রুপে মেধা তালিকায়
১ম স্থান ২ জন, হিফজ ৩০ পারা গ্রুপে পরীক্ষার্থী ১৮ জন মুমতাজ ১৮ জন (A+)।

২০ পারা গ্রুপে পরীক্ষার্থী ৪ জন
মুমতাজ ৪ জন (A+)।
১০ পারা গ্রুপে পরীক্ষার্থী ১১ জন
মুমতাজ ১১ জন (A+) পেয়েছেন।
তিনি জামেয়ার এ ফলাফলে খুশি প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। সকলের কাছে দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন পবিত্র কোরআনের এ খেদমতকে কবুল করেন।