সিলেটশনিবার , ১০ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জয়ললিতার শোকে নিহত বেড়ে ২৮০

Ruhul Amin
ডিসেম্বর ১০, ২০১৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে শনিবার এক বিবৃতিতে নিহতদের ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে। ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ললিতার মৃত্যুর পর রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

চেন্নাই, ভেল্লোর, তিরুভেল্লোর, তিরুভান্নামালাই, কাদ্দালোর, কৃষ্ণগিরি, ইরোদ ও ত্রিপুর জেলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে নিহত ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে এআইএডিএমকে।

মুখ্যমন্ত্রীর ভক্তদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে; নিহতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে দলটি। এর আগে জয়ললিতার অসুস্থ ও পরে মৃত্যুর সংবাদে রাজ্যে অন্তত ৭৭ জনের প্রাণহানির তথ্য জানিয়েছিল এআইএডিএমকে। তবে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে।

২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেত্রী জয়ললিতা ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন। এর পরদিন রাজ্যের তুমুল জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী মারা যান।

সূত্র : এএনআই।