সিলেট ১৬ই মে, ২০২২ ইং | ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, মে ২, ২০২২
সিলেট রিপোর্ট :
প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও মদীনাতুন নূর ইউকের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মদীনাতুন নূর ইউকের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্তজনপদে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সৈয়দপূর: সুনামগঞ্জের সৈয়দপুরের নিম্ন আয়ের মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন সৈয়দপুরের বিশিষ্ট আলেম, মুহতারাম মাও. সৈয়দ আব্দুন নূর (হাফি)।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সৈয়দ মছরুর কাসিমী, মাওলানা আখতার হুসাইন, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাও:মারজান ফেদাউর, হাফিজ সৈয়দ মরগুব আহমদ প্রমুখ।
গাজীপুর: প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা গাজীপুরের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ গিফট বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুফতি নাছির উদ্দিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শামসুল আলম শিবলী, গোসিংগা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, ৩নংওয়ার্ড বি এন পি বাড়ীয়া এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শরীফ,মুফতি শাহাদাত হোসাইন, মুফতি তাওহিদুল ইসলাম, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা ফরহাদ হোসাইন, হাফেজ নাছিম খান, হাফেজ সোয়াইব আহমেদ, জনাব মোজাম্মেল দরানি,জনাব সাদেক আলী প্রমুখ।এখানে সুবিধা বঞ্চিত মানুষদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নেত্রকোণা: দেশের হাওরজনপদ নেত্রকোণার মোহনগঞ্জের ৩০ টি দরিদ্র পরিবারের কাছে ঈদসামগ্রী বিতরন করেন নগর মাদানিয়া বালিকা মাদরাসার পরিচালক যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা রুহুল আমীন নগরী।
মদীনাতুন নূর এর চেয়ারম্যান মাওলানা সৈয়দ তামিম আহমদ সংশ্লিষ্ট সকল কে মদীনাতুন নূর ইউকের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ।
আল্লাহপাক সকলের মেহনত কে কবুল করুন। আমীন<
img class=”alignleft size-medium wp-image-65331″ src=”https://sylhetreport.com/wp-content/uploads/2022/05/FB_IMG_1651446435249-300×177.jpg” alt=”” width=”300″ height=”177″ />
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com