সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২২
সিলেট রিপোর্ট :
সিলেটের ৪টি জেলার নদীসমুহ বিগত কয়েকদিন থেকেই বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। সিলেটের আকাশে কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি এবং ভারতীয় বরাক নদীর ঢল একিভুত হয়ে পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। অসংখ্য জায়গায় পাউবির বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গিয়ে প্রবল গতিতে পানির বাণ ঢুকে সবকিছু তলিয়ে যাচ্ছে। গ্রামের রাস্তাঘাট, ঘরবাড়ী নিমজ্জিত হবার পর গতরাত থেকে বিভাগীয় শহরের রাস্তাঘাট, বাসাবাড়ি একের পর এক ডুবতে শুরু করেছে। ইতিমধ্যে হাজার হাজার ঘরবাড়ি, দোকান, কারখানা তলিয়ে গেছে পানিতে। সিলেট শহর দিয়ে প্রবাহিত সুরমা নদী দুকুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নগরীর ড্রেনেজ সিস্টেম এখন অকার্যকর হয়ে পড়েছে।
জরুরী ভিত্তিতে জেলা ও উপজেলা প্রশাসনকে ত্রাণ ও পুনর্বাসনের পদক্ষেপ নিতে হবে। সরকারের উচ্চমহলে বিষয়টি অতিদ্রুত আমলে না আনলে বিপদ-দূর্গতি ও ক্ষয়ক্ষতি সীমা ছাড়িয়ে যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com