সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ২১, ২০২২
সিলেট রিপোর্ট : সিলেটের প্রখ্যাত অালেম প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (র) কর্তৃক প্রতিষ্টিত
জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রমের প্রথম দিন শনিবার প্রায় দুই শতাধিক পরিবারকে শুকনা খাবার, বিশুদ্ধ পানি,জরুরী ঔষধ পৌঁছে দেন জামেয়ার বর্তমান প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা।
মাওলানা ফাহাদ আমান জানান,
পানিবন্দি মানুষের প্রয়োজনে জামেয়া মাদানিয়া ধারাবাহিক সহযোগীতার কার্যক্রম অব্যাহত রাখবে,বানবাসী মানুষের সহযোগী্তায় এগিয়ে আসুন,
অনুদান জন্য বিকাশ (পার্সোনাল)করুন।01711937193।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com