সিলেটরবিবার , ২২ মে ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শিরীন মাজারি গ্রেপ্তার

Ruhul Amin
মে ২২, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের সিনিয়র নেত্রী শিরীন মাজারিকে পাঞ্জাবের দুর্নীতি বিরোধী বিভাগ গ্রেপ্তার করেছে। শনিবার এ তথ্য জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। জিও নিউজের তথ্যমতে, রাজনপুর জেলায় একখ- জমিতে অনধিকার প্রবেশের একটি মামলায় তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। ওদিকে শিরীন মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি-হাজির সাংবাদিকদের কাছে বলেছেন, তার মাকে পুলিশের পুরুষ সদস্যরা প্রহার করেছে এবং তারপর নিয়ে গেছে। এ সময় তিনি সরকারকে হুঁশিয়ার করে দেন। বলেন, যদি তার মার কিছু হয়, তাহলে তাদেরকে ছেড়ে দেবেন না। তার ভাষায়- আমাকে শুধু বলা হয়েছে, দুর্নীতি বিরোধী উইং মাকে গ্রেপ্তার করেছে। তবে পরিবারকে আগেভাগে কোনো নোটিশ না দিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন যে, তার মাকে গ্রেপ্তার নয়, অপহরণ করা হয়েছে।