সিলেট রিপোর্ট: চ্যানেল এস এর রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের সভাপতি মঈন উদ্দিন মনজুর উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট ডটকম পরিবার। সিলেটে রিপোর্টের সম্পাদক মন্ডলির সভাপতি রশীদ আহমদ ,সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী ও বার্তাসম্পাদক শাহিদ হাতিমী গতরাত আহত সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন মনজুর রায়নগর-দর্জিবন্দস্থ তার বাসায় দেখতে যান। এসময় তারা চিকৎিসার খোজখবর নেন। দরুত সুস্থতা কামনা করেন। বাংলাদেশে সফররত সিলেট রিপোর্ট
সম্পাদক মন্ডলীর সভাপতি ও নিউ ইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মঈন উদ্দিন মনজুর উপর হামলা অত্যন্ত দু:খ জনক। হামলার সঙ্গে যারা জড়িত ছিল ইতোমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার (২৩ মে) সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন সাংবাদিক মঈন উদ্দিন মনজু। সন্ত্রাসীরা প্রকাশ্যে তাঁর ক্যামেরা ভাংচুর ও তাকে মারধর করে গুরুতর আহত করে। হামলায় মইন উদ্দিন
মঞ্জু বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।