সিলেটবৃহস্পতিবার , ২৬ মে ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হজের যাওয়ার আগে প্রশিক্ষণ নেয়া উচিত —জেলা প্রশাসক

Ruhul Amin
মে ২৬, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেছেন, ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হচ্ছে হজ। বিত্তবান মুসলিমরা হজের সফরে রওনা দেওয়ার আগে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এই ফরজ আদায়ের নিয়মনীতি সম্পর্কে ধারনা নেওয়া উচিত।
বুধবার ইসলামিক ফাউন্ডেশন অডিটেরিয়ামে সিলেট জেলার হজযাত্রীদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারি ও বেসরকারিভাবে সিলেট জেলার ২০২২ সালের হজযাত্রীদের জন্য জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে।
বুধবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমদ শাহরিয়ার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, হাবের সহসভাপতি জহিরুল কবির চৌধুরী শিরু, মাওলানা হাবিব আহমদ শিহাব। প্রশিক্ষণে প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান।