সিলেটশনিবার , ২৮ মে ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

Ruhul Amin
মে ২৮, ২০২২ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জাতীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী সভা শুক্রবার (২৭ মে) বিকেলে রাজধানীর পল্টনে পরিষদের সভাপতি ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হুদা, শায়খ উসমান গনী, এডভোকেট শহিদুল ইসলাম, আবদুল গাফফার, রুহুল আমীন নগরী, কাজী হামদুল্লাহ, এহসানুল হক, মুফতি মুজীবুর রহমান কাসেমী,মাঈনুদ্দিন ওয়াদুদ,মুনশী মুহাম্মদ উবায়দুল্লাহ,দিদার শফিক প্রমুখ।
সভায় বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আগামী ৯ জুন বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাংলাবাজারস্থ মদীনা- ভবনে সাহিত্য আসর অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কমিটি গঠনের জন্য দায়িত্বশীল নির্ধারণ করা হয় যথাক্রম-
১. শায়খ উসমান গনী- চট্টগ্রাম।
২. মাওলানা রুহুল আমীন নগরী- সিলেট।
৩. সৈয়দ শামসুল হুদা- রাজশাহী।
৪. ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী- খুলনা।
৫. মাওলানা আবদুল গাফফার – ঢাকা।
৬. কাজি হামদুল্লাহ- রংপুর।
৭. এহসানুল হক- ময়মনসিংহ।
৮. হাফিজুল হক ফাইয়াজ- বরিশাল।
২৪ জুন রোজ শুক্রবার সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত মুহাম্মদপুরে মুফতি মুজীবুর রহমান কাসেমীর জিম্মাদারিতে কর্মশালা অনুষ্ঠিত হবে।
পরবর্তী কর্মশালা ৩০ জুন রোজ বৃহস্পতিবার মাওলানা মাঈনুদ্দিন ওয়াদুদের জিম্মাদারিতে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় নিন্মোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১. শিক্ষাসফর বাস্তবায়ন কমিটির-
আহ্বায়ক- শায়খ উসমান গনী।
সদস্যসচিব- মাঈনুদ্দিন ওয়াদুদ।
সদস্য- মুহাম্মদ রুহুল আমীন নগরী, এহসানুল হক।
২. সংগঠনের পরিচিতি প্রণয়ন কমিটি
আহ্বায়ক- সৈয়দ শামসুল হুদা
সদস্যসচিব- মুনশী মুহাম্মদ উবায়দুল্লাহ
সদস্য- ড. শহীদুল ইসলাম ফারুকী।
৩. নবীণ লেখক সমাবেশ বাস্তবায়ন কমিটি
আহ্বায়ক- ড. শহিদুল ইসলাম ফারুকী
যুগ্ম আহ্বায়ক, সৈয়দ শামসুল হুদা
যুগ্ম আহ্বায়ক, শায়খ উসমান গনী
সদস্যসচিব, আবদুল গাফফার।
সদস্য, মুনশী মুহাম্মদ উবায়দুল্লাহ
সদস্য, মাঈনুদ্দিন ওয়াদুদ
সদস্য, দিদার শফিক।
জাতীয় নবীণ লেখক সমাবেশের সম্ভাব্য তারিখ ১৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়।