আবু বকর আদিব
ভ্রাম্যমাণ:
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আসমা ইউনিয়নের গোড়ল গ্রামের কাউনাই নদীতে নিজ অর্থায়নে কাঠের ব্রীজ তৈরি করে প্রশংসিত আসমা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান শফিকুল ইসলাম খান চন্দু।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মানবিক ও জননন্দিত চেয়ারম্যান শফিকুল ইসলাম খান চন্দু এবং গোড়ল গ্রামের মেম্বার আলী হায়দার ছন্দু, ছয়গাঁও গ্রামের মেম্বার এমদাদুল হক হিরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কাঠের তৈরি ব্রীজটি হওয়ায় অনেক ভালো হয়েছে।মানবিক ও জননন্দিত চেয়ারম্যান বলেন, আমি নির্বাচনকালীন সময়ে কথা দিয়েছিলাম এই ব্রীজটি করে দেবো, সরকারিভাবে এখনও সুযোগ না হওয়ায়,বর্ষার ধরুন জন চলাচলের কষ্টের কথা চিন্তা করে,নিজ অর্থায়নেই ব্রীজটি করে দিয়েছি, তবে দ্রুতগতিতে যেনো সেতুর ব্যবস্থা করা যায় সেই প্রক্রিয়া অব্যাহত আছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কাঠের সেতু নির্মাণে গোড়ল গ্রামের মেম্বার আলী হায়দার ছন্দু শারিরীক শ্রমসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।