সিলেট ২৩শে জুন, ২০২২ ইং | ৯ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ১, ২০২২
সিলেট রিপোর্ট :
মাদীনাতুন নূর ইউকে’র পক্ষ থেকে মঙ্গলবার (৩১মে) বিকেলে সিলেটে কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিধবা মহিলা এবং অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জৈন্তাপুর উপজেলার দবরস্ত ইউনিয়নের ফরফরা ও দিঘীরপাড় গ্রামে সংস্থার অন্যতম প্রতিনিধি, তরুণ সমাজসেবী আলেম, হাফেজ মাওলানা আহমদুল হক উমামার তত্বাবধানে এবং আবাবিল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাদীনাতুন নূর সংস্থার পাঠানো উপহারগুলো স্থানীয় আলেমসমাজের উপস্থিতিতে উপযুক্তদের হাতে তুলে দেয়া হয়।
এসময় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মাদরাসাতু উমর দরবস্তের প্রতিষ্ঠাতা-পরিচালক, আল্লামা নূর হোসাইন কাসেমীর অন্যতম খলীফা মুফতি জামাল উদ্দীন, চাক্তা কওমি মাদ্রাসার পরিচালক, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মাসউদ আজহার, তরুণ আলেম মাওলানা সৈয়দ মারজান, লেখক হাফিজ শাহিদ হাতিমী, জৈন্তাপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ, হাফীজ সৈয়দ মারগুব আহমদ প্রমূখ৷
সংশ্লিষ্ট সকল কে মদীনাতুন নূর ইউকের পক্ষ অসংখ্য মোবারকবাদ।
আল্লাহপাক সকলের মেহনত কে কবুল করুন।আমীন
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com