সিলেট ২২শে জুন, ২০২২ ইং | ৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২২
সিলেট রিপোর্ট:
সিলেট,সুনামগঞ্জে এবারের আকস্মিক বন্যায় বন্যার্ত মানুষের জন্য ত্রাণের আগে প্রাণ রক্ষার আবদার এসেছে। ইতোমধ্যে বন্যায় মারা গেছেন কমপক্ষে ২২জন। উদ্ধারের জন্য নৌকা সংগ্রহেও খেতে হচ্ছে হিমশিম। সহায়তা নিয়ে আসা লোকেরাও পড়ছেন নৌকা সংকটে। সার্বিক দিক বিবেচনায় নৌযান অপরিহার্য হয়ে ওঠেছে। সে দিক বিবেচনা করে মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ.কে ও জামিয়া মাদানিয়া বিশ্বনাথের যৌথ উদ্যোগে ১২টি নৌকা ক্রয় করা হয়েছে। বন্যার শুরু থেকেই জামিয়া,ট্রাষ্ট ও শায়খে বিশ্বনাথী রাহ.ফাউন্ডেশন বন্যা কবলিতদের সেবা নানামূখি কর্মসূচি অব্যাহত রেখেছে।
ইংল্যান্ড প্রবাসী আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী,প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী ও মাওলানা ফখরুদ্দীন আহমদ বিশ্বনাথীসহ শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রাহ.’র উত্তরসূরীরা মানবতার কল্যানে বহুমুখী কাজে এগিয়ে এসেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com