সিলেট ১৬ই আগস্ট, ২০২২ ইং | ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২
সাদাকাহ ইউএস এর অর্থায়নে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা-বন্দরপাড়া মহল্লায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জুন) বিতরণকৃত প্যাকেটের মধ্যে ছিল- চাল, ডাল, পিয়াজ, সোয়াবিন তৈল, আলু, মুড়ি, বিশুদ্ধ পানি ইত্যাদি প্রতি প্যাকেটে ৭০০ টাকার সামান। বন্যায় বিপর্যস্ত মোট ১৭টি পানিবন্দী পরিবারকে সাদকাহ’র পক্ষ থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
সাদাকাহ ইউএস এর সিলেট প্রতিনিধি শাহিদ হাতিমীর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসাতু উমর মাহমুদনগরের প্রিন্সিপাল, শায়খুল হাদীস মাওলানা মুফতী জামাল উদ্দীন সাহেব, ছাত্র জমিয়ত জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী, জৈন্তা মিডিয়ার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা মনির উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আবদুল করীম প্রমুখ।
খাদ্য সহায়তা বিতরণকালে সাদাকাহ ফান্ডে ডোনেশনকারী মসজিদে কুবা’র প্রেসিডেন্ট সেলিম খান ও তাঁর পরিবার, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আতিকুজ্জামান ও তাঁর পরিবার এবং ফাতেমা কামাল ও তাঁর পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com