সিলেটশনিবার , ১৩ আগস্ট ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ জমিয়ত, শুক্রবার বিক্ষোভ ঢাকায় বিক্ষোভ

Ruhul Amin
আগস্ট ১৩, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সর্বত্রই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। নেতৃবৃন্দ বলেন বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়া এবং সীমাহীন দুর্নীতির কারণেই এই দূরাবস্থার সৃষ্টি হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন; বিদেশে পাচারকৃত এই বিপুল পরিমাণ টাকার হিসাব জানার অধিকার দেশের জনগণের আছে।

শনিবার (১৩ জুলাই) পল্টনস্থ দলীয় কার্যালয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদের সভায়) জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় আগামী ১৯জুন শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেইটে বাদ জুমা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে এবং জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীবসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

জমিয়তের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী,সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, মুফতী মাসউদুল করীম, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মতিউর রহমান গাজিপুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মকবূল হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা বশীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসিরুদ্দীন খান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা শফীকুল ইসলাম কিশোরগঞ্জ, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা নূুর মোহাম্মদ কাসেমী,মাওলানা আখতারুজ্জামান, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, মাওলানা আবুল বাশার,সহ-সাহিত্য সম্পাদক মাওলানা শরীফ মোহাম্মাদ ইয়াহইয়া, সহ-সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুর রহীম নরসিংদী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতী জাবের কাসেমী, আইন বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আশ্রাফী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান,সহ-আন্তর্জাতিক সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ,পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা সিদ্দীকুল ইসলাম তোফায়েল, যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশীরুল হাসান খাদিমানী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম, মাওলানা মুজীবুর রহমান চাঁদপুরী, মাওলানা বদরুল ইসলাম মৌলভীবাজার, মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, মাওলানা গোলাম মওলা, মাওলানা সিদ্দীকুর রহমান চৌধুরী হবিগঞ্জ, মাওলানা মফিজুর রহমান নেত্রকোনা, মাওলানা ফরিদুদ্দিন কুড়িগ্রাম,মাওলানা আবুল কালাম নীলফামারী, মাওলানা ওমর আলী, মাওলানা মোস্তাক গাজিনগরী সুনামগঞ্জ, মাওলানা মাহবুবুর রহমান হেলাল হবিগঞ্জ, মাওলানা ইসহাক কামাল,মাওলানা মামুনুর রশীদ গাজীপুর প্রমূখ।