সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২
ডেস্ক রিপোর্ট: ইউরোপ আমেরিকার অর্থনীতির অবস্থা ভয়াবহ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সামনে আরও ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না। তাই খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হতে হবে।’
শোকের মাস আগস্টের শেষ দিন আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেকে নিজের গ্রামের বাড়ি এবং যে যেখানে বসবাস করে এবং হোস্টেল বা শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে ব্যাপক হারে গাছ লাগাতে ও ফসল উৎপাদন করতে হবে। কারণ বিশ্বে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা হবে। কোনো পয়সা দিয়েও খাবার কেনা যাবে না। সেক্ষেত্রে আমাদের নিজেদের খাবার নিজেদেরই উৎপাদন করতে হবে। আমাদের ছাত্রলীগ যেমন ধান কাটায় সাহায্য করেছে, দরকার হলে তা রোপণেও সাহায্য করবে। জমিতে কোনো একটা ফলের গাছও লাগাতে হবে। কাজেই এভাবে সবাইকে চলতে হবে। আমরা নিজেরা যদি করতে পারি, তাহলে আমাদের- যেটা জাতির পিতা বলেছেন আমার মাটি আছে মানুষ আছে, কাজেই সেটা আমরা করতে পারবো। সে বিশ্বাস আমার আছে।’
করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি, পানিসহ প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া দরকার।’
শেখ হাসিনা আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। কোনো মেজরের বাঁশি বাজানোর মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়নি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস।’ বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য ছাত্রলীগের প্রতি আহ্বানও জানান তিনি।
এ সময় শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ প্রকাশিত একটি ম্যাগাজিন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com