সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
সিলেট রিপোর্ট :
জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা জয়নাল আবেদীন বলেছেন, ইসলাম একমাত্র পুর্নাঙ্গ জীবন বিধান। ইসলামে সংস্কৃতির চর্চাও রয়েছে। যখন বিজাতীয় সংস্কৃতির নামে চলছে অশ্লীলতার সয়লাব। আকাশ সংস্কৃতির নামে ভিনদেশী আগ্রাসন। বেহাপনা আর বেলাল্লাপনাকে চালানো হচ্ছে সংস্কৃতির আভায়। তরুণ তরুণীকে বিপদগামী করার সকল পাঁয়তারা সম্পন্ন। সেই মুহূর্তে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে ইসলামি সংস্কৃতির চর্চা ও বিকাশের বিকল্প নেই। প্রত্যেক জাতির রয়েছে নিজ সংস্কৃতি। নিজ সংস্কৃতি লালন ও বিকাশ প্রত্যেকের মজ্জাগত অভ্যাস। আমরা যেহেতু মুসলমান তাই ইসলামী তাহজিব ও তামাদ্দুনই আমাদের সংস্কৃতি। অপসংস্কৃতি রোধ করে সুস্থ সংস্কৃতির সোনালী দিন ফিরিয়ে আনতে জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল কাজ করে যাচ্ছে। ৩১ আগস্ট বুধবার জাগরণের সাংস্কৃতিক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জাগরণ পরিচালক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার এর পরিচালনায় মেহমান হিসেবে বক্তব্য রাখেন হযরত শাহ ওয়ালিউল্লাহ রহঃ জামিয়া ইসলামীয়া রইছুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দিন, মাদ্রাসাতুল কোরআন ওয়াসসুন্নাহ সিলেটের মুহতামিম হাফিজ মাওলানা লোকমান আহমদ, সাবেক মেম্বার মাওলানা ওয়ারিস উদ্দিন।
হামদ-নাত ও ইসলামি তারানা পরিবেশন করেন জাগরণের সংগীত পরিচালক এইচ এম আমানুল্লাহ, জাগরণ শিল্পী আব্দুল আহাদ, তারেক মনোয়ার, তারেক মাহমুদ, আজিজুল ইসলাম, মাহফুজুর রহমান মাসুম, আতিকুর রহমান, শরিফ বিন আমীন, আব্দুর রাজ্জাক, শাকিল মাহমুদ,আজিম উদ্দিন,মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন হাফিজ আমিনুল ইসলাম, হাফিজ খালেদ আহমদ, হাফিজ জাবের আহমদ, সায়েম আহমদ, জাহেদ হাসান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com