সিলেটবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে অভিভাবক ও মা সমাবেশে- এমপি রতন—– শিক্ষিত মা হলে, সন্তান অবশ্যই শিক্ষিত হবে

Ruhul Amin
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রবিবার দুৃপুরে বিদ্যালয়ের মাঠে অভিভাবক ও মা সমাবেশ সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনায় কমিটির সভাপতি নুরুল আমিন তালুকদার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মো: শাহীন আলম এর সঞ্চালনায়
প্রধান বক্তার বক্তব্য রাখেন
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন কান্তি পুরকায়স্থ, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শিক্ষিত মা হলে, সন্তান শিক্ষিত অবশ্যই হবে, বিশেষ করে অভিভাবকদের সচেনতা একান্ত জরুরী, যে জাতি বেশী শিক্ষিত সেই জাতি তত উন্নত। শিক্ষা জাতির মেরুদন্ড, তেমনি শিক্ষা ছাড়া জাতি প্রতিষ্ঠিত হতে পারে। আমরা যারা অভিভাবক ও যে সকল মায়েরা এখানে উপস্থিত রয়েছেন সকলের ছেলে মেয়েদের প্রতি যত্নবান হন। আপনার ভুলের কারণে ছেলে মেয়েদের জীবন বিপন্ন হতে পারে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করেছেন, আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান, টাকা দিবে সরকার। ##

তৌহিদ চৌধুরী প্রদীপ
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
১১.৯.২২