সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২
সিলেট রিপোর্ট :
বরুণার পীর শায়খুল হাদিস, ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী রহ.-এর মিশন ও ভিশন বাস্তবায়নে প্রতিশ্রুত অরাজনৈতিক সংগঠন ফেদায়ে ইসলাম ফাউন্ডেশন (ফেইফা) এর নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বিকেল ৪টায় মৌলভীবাজারের প্রাণকেন্দ্র মারকাজুল উলুমিল ইসলামিয়া মাদরাসার সভা কক্ষে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাও. মুসলেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আফজল হুসাইনের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হা. মাও. আব্দুস সুবহান।
এ সময় উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী রহ.- জীবন ও কর্ম শীর্ষক সেমিনারের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও ফেদায়ে ইসলাম রহ.-এর শাগরেদ, আশেকান, ভক্ত মুরীদান, মুহীব্বীন মুতাআল্লিকিনদের ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ততা, সদস্য সংগ্রহ, স্থায়ী অফিস নির্ধারনসহ সামগ্রিক বিষয়াবলির পর্যালোচনা, কর্মপন্থা নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় সহ আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশেষত উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী প্যানেল, নতুন পুরাতন সকল সদস্যবৃন্দের সমন্বয়ে আগামী ১০ অক্টোবর ২০২২ঈ. রোজ সোমবার শ্রীমঙ্গল রেলস্টেশন জামে মসজিদে একটি বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন— ফাউন্ডেশনের সহ-সভাপতি মাও. ইবরাহীম খলীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফতি ফাহিম আল হাসান বর্ণভী, অর্থ সম্পাদক মাও. মনিরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মুফতি শাব্বির আহমদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও. আহমদ জুবায়ের জুয়েল, সহ দাওয়াহ বিষয়ক মাও. শাফির আহমদ শাকির, সাংস্কৃতিক সম্পাদক হা. শামছুল হক, সহ সাংস্কৃতিক সম্পাদক মাও. সাইফুর রহমান শাকির, নির্বাহী সদস্য মাও. আব্দুস সুবহান, মাও. আইনুদ্দিন আল আজাদ, মাও. মামুন আহমদ, মাও. তাওহীদুল ইসলাম, হা. মাও. জামিল আহমদ, হা. মাও. নুরুল আমীন, মাও. আল আমিন, মাও. কামরুল ইসলাম প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি মাও. মুসলেহ উদ্দীন চৌধুরীর হৃদয়গ্রাহী মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com