সিলেটবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথ পৌরসভায় জমিয়তের মেয়র প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ

Ruhul Amin
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

রুহুল আমীন নগরী,সিলেট রিপোর্ট: দেশের ৩৩০ তম পৌরসভা হিসেবে অনুমোদন পায় সিলেটে বিশ্বনাথ। বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুসারে আগামী ২ নভেম্বর এই পৌরসভায় ভোটগ্রহণ হবে। আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য,জামিয়া মাদানিয়া বিশ্বনাথ ও জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া মহিলা মদরাসা বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথীকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মেয়র পদপ্রার্থী মনোনীত করা হয়েছে।
আজ বুধবার বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার যৌথ বৈঠকে উপস্থিত নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় মেয়র পদপ্রার্থী মনোনীত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি ও পৌর জমিয়তের সভাপতি মাওলানা সামছুল ইসলাম।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ক্বাজী আমিন উদ্দীন,বিশ্বনাথ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা রশিদ আহমদ মিয়াজানী,আলহাজ্ব ফজলুর রহমান ফজর আলী,ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী শাহনূর আহমদ,পৌর জমিয়তের সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম শাহিন,উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মাওলানা ছালিক আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক হাসান বিন ফাহিম,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন,সহ প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দীন,অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক,সহ অর্থ সম্পাদক লিয়াকত আলী মেম্বার,সমাজসেবা সম্পাদক মাষ্টার মুঈনুল ইসলাম,পৌর জমিয়তের যুগ্ন সম্পাদক ডাক্তার খাইরুল ইসলাম,উপজেলা জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হক,যুব বিষয়ক সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন,অফিস সম্পাদক মাওলানা জিয়াউল হক,নির্বাহী সদস্য আব্দুস সুবহান,উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি হাফিজ বদরুল ইসলাম,যুব জমিয়ত নেতা আব্দুশ শহীদ,ছাতক উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি,দোয়ারা বাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জুবায়ের বিন আরিফ,ধর্মপাশা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাহদি বিন মালিক,বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক শহিদ আদনান,সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ,জামিল আহমদ,পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক দেলোয়ার হুসাইন,ছাত্র জমিয়ত জামিয়া মাদানিয়া শাখার সাধারণ সম্পাদক আফিফ হাসান রাসেল,ছাত্র জমিয়ত নেতা মাহমুদুল হাসান, হাফিজ আব্দুল্লাহ আল গালিব প্রমূখ।

উল্লেখ্য, দেশের ৩৩০ তম পৌরসভা হিসেবে অনুমোদন পেলো সিলেটে বিশ্বনাথ। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সোমবার (২১শে অক্টোবর ২০১৯) এ অনুমোদন দেয়। এদিন তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার পৌরসভার প্রশাসকের দায়িত্বে আছেন। এর আগে ২০১৮ সালের ২১শে মে বিশ্বনাথ পৌরসভা গঠনের লক্ষে গেজেট প্রকাশ করা হয়েছিল। স্থানীয় সরকার ও উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা থেকে বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়নের লক্ষে শহর হিসেবে গেজেট প্রকাশ করা হয়। পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এজন্য প্রশাসনিকভাবে সীমানা নির্ধারণ করে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয় পৌর এলাকাকে।
বাংলাদেশ গেজেট রেজিস্টার নং ডি এ-১ প্রকাশিত বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়নের ২২টি মৌজা নিয়ে প্রকাশিত এ গেজেটে রয়েছে, বিশ্বনাথ ইউনিয়নের আহমেদাবাদ মৌজা, পূর্ব জানাইয়া মৌজা, বিদাইলসুপানি মৌজা, কানাইপুর মৌজা, মজলিস ভোগশাইল মৌজা, চান্দসিরকাপন মৌজা, মিরেরচর মৌজা, মশুলা মৌজা, সেনারগাঁও মৌজা, ধোপাখোলা মৌজা, তাজপুর মৌজা।

গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্রে বিশ্বনাথ পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুসারে, আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ১০ অক্টোবর বাছাই, ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। ভোটগ্রহণ হবে ২ নভেম্বর।